৮ মে ২০২৫, ভ্যাটিকান সিটি — সাদা ধোঁয়ার মাধ্যমে ঘোষণা এসেছে যে ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট হয়েছেন ইতিহাসের প্রথম আমেরিকান পোপ, এবং তিনি হলেন ক্যাথলিক চার্চের ২৬৭তম পন্টিফ।
বিশ্বের ১৩৩ জন কার্ডিনাল রুদ্ধদ্বার কনক্লেভে অংশ নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি ভোটে তাকে নির্বাচন করেন। ঐতিহাসিক ঘোষণা “হাবেমুস পাপাম!” (আমাদের একজন পোপ আছেন!) আসার পর সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দায় এসে তিনি প্রথম জনসমক্ষে আবির্ভূত হন।
নতুন পোপ প্রেভোস্ট ঐতিহ্যবাহী “উর্বি এৎ অর্বি” আশীর্বাদ প্রদান করেন, যা রোম শহর এবং সারা বিশ্বের প্রতি আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়।
এই ঐতিহাসিক মুহূর্তে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজারো মানুষ আবেগে উদ্বেলিত হন। বিশ্ব নেতারাও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।