গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, মহাসড়কে অটোরিকশা উঠলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে বাসের অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সেটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় চান্দনা চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশা শুধুমাত্র মহাসড়কের ফিডার রোডে থাকবে এবং ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা করতে পারবে।”
ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য গৃহীত পদক্ষেপের মধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ, অবৈধ পার্কিং সরিয়ে ফেলা এবং যান চলাচলের শৃঙ্খলা ফেরানোর জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছে। এছাড়া, সড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্যান্য ট্রাক ও ভারী যানবাহন চলাচল বন্ধ করা হবে এবং সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।
ড. নাজমুল করিম খান ছিনতাই প্রতিরোধে পুলিশ বাহিনীর কঠোর অবস্থানও ঘোষণা করেন। তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তাদের ধরতে গোপনে অভিযান পরিচালনা করা হচ্ছে।