ইসলামাবাদ, ৭ মে ২০২৫ — মধ্যরাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় হামলা কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ এলাকায় চালানো হয়। এতে তিনজন নিহত এবং আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
আইএসপিআরের ডিজি বলেন, “কাপুরুষোচিত ভারতীয় হামলায় এক শিশুসহ তিনজন শহীদ হয়েছেন। এই বর্বর হামলার উপযুক্ত জবাব শুরু হয়েছে এবং চলমান রয়েছে।”
পিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে, যদিও সেই অবস্থানের নির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পিটিভি জানায়, “নিয়ন্ত্রণ রেখা বরাবর দুধনিয়াল সেক্টরে একটি ভারতীয় চৌকি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে।”
আইএসপিআরের ডিজি আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, “ভারত এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে নিজের আকাশসীমা থেকেই। তারা কখনোই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। তবে পাকিস্তান নিজের সময় ও স্থানে এর উপযুক্ত জবাব দেবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারতের এই ক্ষণিকের আনন্দ চিরস্থায়ী শোকে পরিণত হবে।”
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ অঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখতে উদ্বেগ প্রকাশ করেছে।