নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১ এপ্রিল) উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে বিএনপির চার সমর্থক ও একজন সাংবাদিক রয়েছেন।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে নয়জন আওয়ামী লীগ সমর্থককে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সাব্বির নামে এক বিএনপি কর্মী আহত হন। পরে সংঘর্ষ আরও তীব্র হলে বিএনপি সমর্থক সুজাত গুলিবিদ্ধ হন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।