🕘 সময়: ২০:৪০| প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ও কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান।
“আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই”
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু-মুসলিম কিংবা সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজন থাকবে না। আমরা চাই প্রকৃত মানুষ, যারা জনগণের কল্যাণে কাজ করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন, এখন আমাদের দায়িত্ব দেশকে মানবিক রাষ্ট্রে রূপান্তর করা।”
রাজনৈতিক নির্যাতন ও আন্দোলন প্রসঙ্গে
তিনি অতীত সরকারগুলোর “জুলুম ও নিপীড়নের” প্রসঙ্গ টেনে বলেন,
“আমরা ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি, শত শত কর্মী পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, কিন্তু জনগণের আন্দোলনেই সবকিছু বদলে গেছে।”
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি
কুলাউড়ার ৩৪টি চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসছি। শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ন্যায্য মূল্য দেওয়া উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
🔹 সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম
🔹 সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান
🔹 খেলাফত আন্দোলনের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দছ
🔹 মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী
🔹 মৌলভীবাজারের সাবেক জেলা আমির সিরাজুল ইসলাম
🔹 মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এমপি প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপসংহার
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,
“এই লড়াই এখনো শেষ হয়নি, বরং শুরু হয়েছে। যতদিন মানবিক বাংলাদেশ গড়তে না পারবো, ততদিন এই লড়াই চলবে।”