আজ মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানির জন্য এটি আজ কার্যতালিকার ২৮ নম্বরে ছিল। তবে শুনানি চলাকালে আদালত জানান, আগামী ৬ মে পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি হবে।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ একটি গুরুত্বপূর্ণ আদেশে এটিএম আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নতুন করে আপিলের সুযোগ দেন। সেই অনুযায়ী ২২ এপ্রিল শুনানির দিন ধার্য ছিল। আজহারুলের পক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির এদিন শুনানির আর্জি জানান।
পেছনের প্রেক্ষাপট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৯ সালের ৩১ অক্টোবর সংখ্যাগরিষ্ঠ রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই রায় দেন।
মানবতাবিরোধী অপরাধের বিচার: ইতিমধ্যেই কার্যকর হওয়া সাজা
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে এর আগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। তাদের সবাইকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আপিল বিভাগ সে রায় বহাল রাখেন।
পরবর্তী করণীয়
এটিএম আজহারুল ইসলামের আপিলের নতুন শুনানি ৬ মে অনুষ্ঠিত হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এই শুনানি মামলার গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ দীর্ঘ ছয় বছর পর পুনরায় আপিল শুনানির সুযোগ পেয়েছেন আজহারুল ইসলাম। মামলার ভবিষ্যৎ পরিণতির দিকে এখন জাতীয় ও আন্তর্জাতিক মহলের নজর।