ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে আবেগের ছোঁয়া অনুভব করেছেন।
এই বিশেষ রাতে পুরো পরিবার—স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা—সহ উপস্থিত ছিলেন তিনি। ম্যাচে জোড়া গোল করেই মেসি এদিনকে স্মরণীয় করে রাখেন।
৩-০ গোলে জয়ী ম্যাচের পর মেসি বলেন, “ঘরের মাঠে এইভাবে শেষ করতে পারা সবসময়ই আমার স্বপ্ন ছিল। নিজের মানুষদের মাঝে থেকে এই অভিজ্ঞতা পাওয়া ভিন্ন এক অনুভূতি। বার্সেলোনায় বহু বছর ভালোবাসা পেয়েছি, তবে নিজের দেশে, নিজের সমর্থকদের সামনে এমন মুহূর্ত উপভোগ করা আলাদা।”
নিজের শেষ অফিসিয়াল ম্যাচ সম্পর্কে তিনি বলেন, “অনেক আবেগ কাজ করছে। এই মাঠে অনেক কিছু দেখেছি—ভালোও খারাপও। তবু সবসময় আনন্দ নিয়ে খেলেছি, বিশেষ করে এমন জয়ের পর। বহু বছর ধরে ম্যাচ বাই ম্যাচ উপভোগ করেছি। খুবই খুশি।”
মেসি আরও যোগ করেন, “অনেক বছর ধরে অনেক কিছু বলা হয়েছে। আমি সব ভালো স্মৃতি নিয়েই থাকব। এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে, তার সবকিছুই আমার কাছে সুন্দর স্মৃতি।”
যদিও ভক্তরা ২০২৬ বিশ্বকাপে তার খেলার বিষয়টি জানতে চাইছেন, মেসি মন্তব্য করেছেন, “দেখা যাক। মৌসুম শেষ করব, প্রাক-মৌসুম আসবে, তখনও ছয় মাস বাকি থাকবে। শরীর কেমন থাকবে, সেটিই নির্ধারণ করবে পরবর্তী পথ। আশা করি প্রাক-মৌসুম এবং এমএলএস মৌসুম ইতিবাচকভাবে শেষ হবে, তারপর সিদ্ধান্ত নেব।”
১৮ বছর বয়সে ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এবং সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও করেছেন। তার হাত ধরে আর্জেন্টিনা খেলেছে ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে, আর কাতারে ২০২২ সালের ট্রফি জয় করে আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা অর্জন সম্পন্ন করেছেন তিনি।