বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়টি তাঁর শারীরিক অবস্থা এবং গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণেই তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার আলোচনা চলছে। তবে এই চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির ওপর এবং এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সুপারিশের ওপর।”
মেডিক্যাল টিমের তত্ত্বাবধান সম্পর্কে তিনি নিশ্চিত করেন, “তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিজে খালেদা জিয়ার মেডিক্যাল টিম তত্ত্বাবধান করছেন এবং নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।”
এসময় হাসপাতাল পরিদর্শনে আসা রাজনৈতিক নেতা ও দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, হাসপাতালে অন্যান্য অসুস্থ রোগীরাও ভর্তি আছেন। তাঁদের চিকিৎসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ, তাঁরা যেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে দেখতে না যান।
একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিও অনুরোধ জানান, তাঁরা যেন হাসপাতাল এলাকায় ভিড় না করেন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।

