বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর ঢাকার জিয়া উদ্যানে তাঁর স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ একত্রিত হন। রাস্তা ও আশপাশের এলাকা মানুষের ঢল মুখরিত হয়ে ওঠে।
বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিরাও বাংলাদেশে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরাও জানাজায় অংশ নেন।
রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধানগণ।
খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাজা ও দাফন কার্যক্রমে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত ছিলেন। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দও মরদেহ বহন, জানাজা ও দাফন কার্যক্রমে সঙ্গে ছিলেন।

