উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী রোববার যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকদের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গেলে রোববারই বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তিনি জানান, বিদেশ ভ্রমণের ধকল তিনি শারীরিকভাবে সামলাতে পারবেন কি না, সেটি যাচাই করবেন চিকিৎসকরা। সবকিছু অনুকূলে থাকলেই তাঁর যাত্রা নিশ্চিত হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় কারাবন্দি থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। টানা ছয় বছর তাকে যথাযথ চিকিৎসা ছাড়াই বন্দি অবস্থায় রাখতে হয়েছে, যা তার স্বাস্থ্যঝুঁকিকে আরও বাড়িয়েছে।
তিনি আরও দাবি করেন, “এই সময়ের মধ্যে তাকে কার্যত চিকিৎসাবিহীন অবস্থায় রাখা হয়েছে, যা তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছে।” বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, দেশবাসী এখন তার সুস্থতা কামনায় প্রার্থনায় যুক্ত হয়েছেন এবং চিকিৎসার মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করছেন।

