বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল পুত্রসন্তানের বাবা–মা হয়েছেন। শুক্রবার সকালে সন্তান জন্ম দেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে এ সুখবর জানান এই তারকা দম্পতি।
বিবৃতিতে তাঁরা লিখেছেন, “আমাদের জীবনে এসেছে অপার আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। এ দম্পতির সন্তানের আগমন ঘিরে কয়েক মাস ধরেই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
ভিকি কৌশল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “বাবা হতে যাচ্ছি—এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন যতটা পারি, পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।”
বলিউড অঙ্গনে এখন অভিনন্দনের বন্যা বইছে নবীন বাবা–মা ক্যাটরিনা ও ভিকিকে ঘিরে।

