সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় অনুষ্ঠিত ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি) ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় তারা কালারোয়া ইউএইচসি ক্রিকেট দলকে ১০ উইকেটে হারিয়ে প্রথম স্থান নিশ্চিত করে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কালিগঞ্জ ক্রিকেট দলের ব্যাটার মুকুল ও সিরাজুল অসাধারণ পারফরম্যান্স দেখান। মুকুল ৯টি ছয় ও ১টি চারে ৫৮(২১) রান করেন, আর সিরাজুল ৫টি ছয় সহ ৩০(১৯) রান যোগ করেন। ফলে কালিগঞ্জ দল কোন উইকেট না হারিয়ে মাত্র ৬ ওভার ৩ বলের মধ্যে লক্ষ্য পূরণ করে।
ফাইনাল ম্যাচে কলারোয়া ক্রিকেট দল ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করে। তাদের হয়ে ইকরামুল ৪টি ছয় ও ৪টি চারে ৫২(৩০) রান এবং তারিক ১৭(৭) রান সংগ্রহ করেন। কালিগঞ্জের সিরাজুল দুইটি উইকেট নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন উপজেলা হাসপাতালের চিকিৎসক ও ফিনিক্স মাপস্’র পৃষ্ঠপোষকরা।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কালিগঞ্জের হ্যাটহিডার ব্যাটার মুকুল। অনবদ্য ক্রীড়া নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সিরাজুল ইসলাম। বেস্ট বোলার নির্বাচিত হন কলারোয়ার ইমাম হোসেন এবং বেস্ট ব্যাটার নির্বাচিত হন কালিগঞ্জের মুকুল।
দিনব্যাপী দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলার আম্পায়ার ছিলেন আখেরুজ্জামান তাপস ও খাদিজা আক্তার চায়না। স্কোরার হিসেবে ছিলেন এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত আম্পায়ার হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মেহের উল্লাহ আল গালিব।
