মাহফুজুল হক পিয়াস, (ইবি প্রতিনিধি):
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবে’র ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনাঈদুল মুস্তফা এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারোয়ার হোসেন সাকিব।
(১৬ সেপ্টেম্বর) ইবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী, স্থানী কমিটির প্রধান শফিকুল ইসলাম ও সদস্য আরমান হোসাইন, ক্লাবের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি ইসমাতুল ফেরদৌস লিভার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
কমিটির অন্যান্ন সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সৈকত, মুবাশ্বির আমিন ও কবির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আফরা আনজুম জেনিন, মো. জুনায়েদ হোসাইন ও আল-আমিন হোসেন, কোষাধ্যক্ষ মো. হাসিব মিয়া, সহ-কোষাধ্যক্ষ ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আর রাফি অয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ সিদ্দিকী ও জান্নাত মীম, দপ্তর সম্পাদক আবরার শাহরিয়ার তানহা, উপ-দপ্তর সম্পাদক এস.এম. শাহরীয়ার স্বাধীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আইয়ুব সরকার ও যোথী রহমান, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মৃদুল ও সাকীফ মাহমুদ ফয়সাল, আইটি সম্পাদক ফজলে রাব্বী রওনক, সহ-আইটি সম্পাদক মিসনু আল আনসারী, ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক সুব্রত কুমার ও নিশাত আসমা, কমিউনিকেশন সম্পাদক সালমান আবির ও নাদিরা নিশি, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাহফুজুল হক পিয়াস, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আফরিন মুস্তারি, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব মন্ডল, গ্রাফিক ডিজাইন হেড পরিমল চন্দ্র রায় ও ডেপুটি হেড জিদ্দি মুর্শীদা, কন্টেন্ট রাইটিং হেড হাবিবুল হাসান ও ডেপুটি হেড আসনাইন মন্ডল।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, সামিয়া সুলতানা, সুমাইয়া আক্তার শিমু, নুসরাথ জাহান নিতু, বায়েজীদ হোসাইন, সালসাবিল নিশাত, জিয়া সৌরভ, আসিয়া সিদ্দিকা রিমা, রবিন আহমেদ, ফারিয়া তানজুম, মিম্মাতুন নাহার।
নব মনোনীত সভাপতি জুনাঈদুল মুস্তফা বলেন, “সায়েন্স ক্লাবের মতো একটি সংগঠনের নেতৃত্বে আসা আমার জন্য অনন্য গর্ব ও দায়িত্বের বিষয়। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাব হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আমরা বিজ্ঞান ফেস্ট, গবেষণা সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাই। পাশাপাশি আমাদের কার্যক্রমকে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে বিস্তৃত করে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করতে চাই।”
নব মনোনীত সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্বে দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের পাশাপাশি একটি বিশাল দায়িত্বের বিষয়। সম্প্রতি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাব হিসেবে সরকারি নিবন্ধন লাভ করেছি, যা আমাদের জন্য নিঃসন্দেহে এক মাইলফলক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধনের মাধ্যমে আমাদের কার্যক্রমের পরিধি ও দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। আগামী দিনে আমরা বিজ্ঞান মেলা, গবেষণা সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কাজে উৎসাহিত করতে চাই। একইসাথে আমাদের উদ্যোগকে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”