হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময়কালে সামসুজ্জোহা খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও দেশ গঠনে অবদানের কথা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। এখানে কোনো দলাদলি বা বিভেদ থাকা উচিত নয়। আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা সাংবাদিকদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।” এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও দলের নেত্রীদের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক আহ্বায়ক আক্কাস আলী। সভার সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের পত্নীতলা প্রতিনিধি আলমগীর কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজুয়ান আলম, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলামসহ সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, হারুন আল রশীদ ও শাহরিয়ার হাসান পল্লব প্রমুখ।
