ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল দশ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলার কর্তব্যরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

