মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে উপজেলার সেনা ক্যাম্পে শিবালয় উপজেলা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল মাহমুদ। এসময় ক্যাম্প কমান্ডার বলেন, এই মতবিনিময়ের মূল লক্ষ্য পারস্পারিক সৌহার্দ্য , বোঝাপড়া ও মানিকগঞ্জ -১ আসন তথা- শিবালয়, ঘিওর, দৌলতপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা আরো বেগবান করবে।
সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে এ প্রেক্ষাপটে গণমাধ্যমকে অত্যন্ত শক্তিশালী এবং নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ ও সত্য প্রতিষ্ঠা করতে হবে। শিবালয় উপজেলার প্রতিটি এলাকার নিরাপত্তা নিশ্চিত, যে কোন অপ্রীতিকর ঘটনাসহ সকল অপরাধ দমনে সেনাবাহিনী টহল পরিচালনা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল আকতার মঞ্জুর, মানিকগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এমন আয়োজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ রূপে সম্পন্ন করণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করে।

