সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, ধানমণ্ডির নিজ বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে। জানাজা শেষে তার লাশ সেখানে দাফন করা হবে।
নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন এবং সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছিলেন। এছাড়া তিনি টাইমস অব বাংলাদেশ নামের গণমাধ্যমেও কর্মরত ছিলেন।

