ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথিবাহিনী সোমবার (২৩অক্টোবর ) বোয়ালমারী চতুল ইউনিয়নের, পোয়াইল গ্রমের মৃত্যু হাচান শেখের ছেলে নজরুল শেখ(৫০)। নজরুল শেখের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় তাকে আটক করেন।
নজরুল শেখ অনেক দিন যাবত গাজাঁ বিক্রি করে আসছিল। অভিযানের সময় নজরুল শেখ এর নিকট থেকে ৭২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত নজরুল শেখ এর বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান।
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।







