Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জকসু নির্বাচন: শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফাঁস, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

Taslima TanishabyTaslima Tanisha
৩:৩৮ pm ৩০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

মো সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকস নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত প্যানেলের কাছে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভোটের আগের রাতে আজ সোমবার ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের পক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে সরাসরি ভোট চেয়ে বার্তা পাঠানো হয়। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য প্রশাসন ছাত্রদলের কাছে ফাঁস করেছে। এমন অপব্যবহার শুধু অনৈতিকই নয়, বরং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অনেকেই তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর খুব সীমিত পরিসরে ব্যবহার করেন। এমনকি সহপাঠীদের সঙ্গেও নম্বর শেয়ার করেন না। অথচ হঠাৎ করে একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট চেয়ে মেসেজ পাওয়ায় তারা বিস্মিত ও আতঙ্কিত হয়েছেন। এক শিক্ষার্থী বলেন, যারা নির্বাচনের আগেই শিক্ষার্থীদের প্রাইভেসি রক্ষা করতে ব্যর্থ, তারা নির্বাচিত হলে কীভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এ প্রশ্ন এখন সামনে এসেছে।

আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, প্রশাসনের কাছে সংরক্ষিত ভোটার তালিকা ও ব্যক্তিগত তথ্য কীভাবে প্রার্থীদের হাতে গেল, সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে পর্দানশীল নারী শিক্ষার্থীদের সম্মতি ছাড়া নাম, ফোন নম্বর কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হলে তা গুরুতর অপরাধ বলে মনে করেন তারা।

শিক্ষার্থীদের আশঙ্কা, এখনই যদি এমন অনিয়ম ঘটে, তবে ভবিষ্যতে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হতে পারে। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন

জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফেসবুক পোস্টে বলেন, ভোটের আগে ব্যক্তিগত নম্বরে বার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা, সেখানে তারা সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে সদস্য প্রার্থী জাবের খান বলেন, ব্যক্তিগত নম্বর ও ইমেইলে বার্তা পাঠানোর মতো নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না।

সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান ফেসবুক পোস্টে জানান, তিনি দুই বছর আগে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন এবং ভোটার তালিকায় তার নামও নেই। তবুও তার মোবাইলে একাধিক বার্তা পাঠানো হয়েছে।এতে প্রশ্ন উঠেছে, ভোটার তালিকার বাইরেও কীভাবে শিক্ষার্থীদের বা সাবেক শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে সাম্প্রতিক একটি বৈঠক নিয়েও আলোচনা চলছে। এর আগে সোমবার বিকেলে জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদদীন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রোগ্রামার হাফিজুর রহমানের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়। যার কাছে শিক্ষার্থীদের সকল ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে। ওই বৈঠক নিয়ে ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়। এর পরপরই রাতের মধ্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বরে ছাত্রদল মনোনীত প্যানেলের পক্ষে ভোট চেয়ে মেসেজ পাঠানো হলে সন্দেহ আরও জোরালো হয়।

শিক্ষার্থীরা দাবি করছেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে কোন ব্যক্তি বা চক্র প্রশাসনের ভেতর থেকে এসব তথ্য সরবরাহ করেছে, তা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বৈঠকের কথা স্বীকার করে আইসিটি সেলের প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, রইছ উদদীন স্যারের সাথে বৈঠকটি হয়েছে অন্য বিষয়ে। এসংক্রান্ত বিষয়ে কোনো কথা হয়নি। যে বিষয়ে কথা হয়েছিল তা আমি ফোনে বলতে পারবোনা। সাক্ষাতে বলতে পারবো

এবিষয়ে জানতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন কে বারবার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে জানতে চইলে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এমন কোনো কিছু হয়নি।

Tags: কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদজগন্নাথ বিশ্ববিদ্যালয়ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস
ShareTweetPin

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম