মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পদে পদোন্নতি সূত্রে প্রস্থান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
গত (রবিবার) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এঁর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা হয়। কল্যাণ সভার শুরুতেই পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা হয়। অপরদিকে পিআরএল গমনকারী ১১ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্বারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার। এরপর ডিসেম্বর-২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-১. এম এম মোহাইমেনুর রশীদ-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ (সার্বিক কর্ম মূল্যায়নে পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত বিশেষ পুরস্কার)।২. শ্রেষ্ঠ সার্কেল অফিসার-আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ।৩. শ্রেষ্ঠ এসআই-এসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ ।৪. শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিঃ)/ ফরহাদ উদ্দিন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৫. শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার (যৌথভাবে): এসআই (নিঃ)/ রতন চন্দ্র নাগ, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ।এসআই (নিঃ)/ তাইজুল ইসলাম, গফরগাঁও থানা, ময়মনসিংহ।৬. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এসআই(নিঃ)/ আব্দুল বারেক, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।৭. সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার-টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।
এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার।বিশেষ কল্যাণ সভার দ্বিতীয় পর্বে ময়মনসিংহ জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রায়হানুল ইসলাম এঁর পুলিশ সুপার পদে পদোন্নতিসূত্রে প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসারবৃন্দ এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রায়হানুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করছে।