মুজাহিদুল ইসলাম, (জবি প্রতিনিধি):
১৬ সেপ্টেম্বর ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তি ও জকসু নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সাথে সাক্ষাৎ করেন জবি শিবিরের একটি প্রতিনিধি দল ।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিষয় খুবই গুরুত্বের সাথে দেখেন এবং ছাত্র শিবিরের প্রতিনিধি দলের সামনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠান, তখন অর্থ উপদেষ্টা সাথে-সাথে উত্তর দেন এবং বলেন তিনি সর্বোচ্চ গুরুত্বের সাথে এই বিষয় দেখবেন।
উজিসির চেয়ারম্যান আরও জানান মূলত দুটি খাত থেকে এই আবাসনের টাকা আসবে একটা ইউজিসি নিজেই দেবে এবং অন্যটি অর্থ মন্ত্রণালয় থেকে আসবে।
এছাড়াও এই বছরের নভেম্বরের মধ্যে হিট প্রজেক্ট থেকে আরও একটা অর্থ বরাদ্দের কথাও বলেন যেটা মুলত ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানের জন্য দেওয়া হবে এবং অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের আবাসন বৃত্তি দিবেন বলে আশ্বস্থ করেন জবি শিবিরকে।
গত ৩১ই আগষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জকসু নিয়ে যেই আইন পাশ হয় তা একটি চিঠির মাধ্যমে ইউজিসিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেখানে দুইটি ভুল খুজে পায় ইউজিসি। তাই আজ এই ভুল সহ চিঠিটি বিশ্ববিদ্যালয়ে পাঠায় ইউজিসি । যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় এটা সংশোধন করে পাঠায় তাহলে রবিবার বা সোমবারের মধ্যে তা আইন মন্ত্রনালয়ে পাঠাবে ইউজিসি ।
এছাড়াও ইউজিসির চেয়ারম্যান জানান কাল বা পরশু তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করবনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তি ও জকসুর বিষয়টি উত্থাপন করবেন ।
এই সম্পর্কে জবি শিবির সভাপতি রিয়াজুল বলেন,” আমরা গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি শিক্ষার্থীদের আবদেন ও যাচাই-বাচাই এইৃ মাসের মধ্যে শেষ করতে হবে । যেন ইউজিসি থেকে অর্থ ছাড়ের সাথে সাথে শিক্ষার্থীদের হাতে পৌছেঁ দিতে পারে এখানে আমরা কোন প্রকার ডিলেমি বা দেরি করা দেখতে চাই না।