ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার কেন্দ্রীয় অফিস থেকে তাদের মনোনীত প্রার্থীদের ঘোষণা করেছে।
ময়মনসিংহ জেলার জন্য মনোনীত প্রার্থীরা হলো:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট): আবু রায়হান
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): কবি সেলিম বালা
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): মিয়াজ মেহরাব তালুকদার
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): এডভোকেট জাবেদ রাসিন
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): এডভোকেট মাহবুব উল আলম
ময়মনসিংহ-৯ (নান্দাইল): সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন
ময়মনসিংহ-১১ (ভালুকা): তানহা শান্তা
এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করার জন্য স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।

