পাঁচ দফা দাবি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দিনের কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেবেন দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।
জামায়াতের প্রচার বিভাগ থেকে বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি মহানগরে আলাদা করে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বরিশালে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান যোগ দেবেন।
অন্যদিকে, সিলেট মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ময়মনসিংহ মহানগরে কর্মসূচিতে যোগ দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
কর্মসূচির সফলতা নিশ্চিত করতে প্রতিটি শহরের সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত।