দিনাজপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের মডার্ন মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান এবং শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রক্ত বৃথা যায়নি। যারা স্বৈরাচারের পথ বেছে নেয়, ইতিহাসে তাদের পরিণতি কখনো শুভ হয় না। তারা আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডবের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশ শেষে মডার্ন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডার্ন মোড়ে এসে শেষ হয়।







