ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য এবং লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে—জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে কেউ কেউ ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের মন্তব্য ও লেখালেখি পারস্পরিক সম্পর্কের জন্য সহায়ক নয় এবং বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রেখে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও লেখালেখি করবেন।
