দিনাজপুর প্রতিনিধি:
২৪ জুলাই গণঅভ্যুত্থান ছিল এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত ইতিহাস—শহীদদের রক্তের ঋণের বিনিময়েই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ গড়তে হলে ইনসাফ, ন্যায়বিচার ও সততার রাজনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোট সরকার গঠন করা হলে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেখানে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা দখলবাজের স্থান হবে না।
আজ শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দেশ আর লুটপাটের রাজনীতি দেখতে চায় না। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা আল্লাহভীরু, সৎ ও জনকল্যাণে নিবেদিত।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট সেই বিকল্প নেতৃত্ব দিতে প্রস্তুত।
এর আগে সকাল ১১টা থেকেই দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোর-এ শহীদ বড় ময়দানে এসে জড়ো হন। জনসভাস্থল পরিণত হয় বিশাল জনসমুদ্রে। শুক্রবার হাওয়ায় নির্বাচনী জনসভার মাঠেই জুমার নামাজ আদায় করেন কয়েক হাজার নেতা কর্মী।
জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন। দিনাজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মতিউর রহমান। দিনাজপুর -২ জামায়াত প্রার্থী আ,ন,ম আফজালুল আনাম। দিনাজপুর -৩ জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম। দিনাজপুর -৪ জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর – ৫, ১০ দলীয় জোট বা এনসিপি প্রার্থী ডাঃ আব্দুল আহাদ ও দিনাজপুর -৬ জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম।
এবং আগামী নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

