জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ (শনিবার) সন্ধ্যা ৭টার মধ্যে প্রকাশ করা হতে পারে। সকাল ১১টা ৫০ মিনিটে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
তিনি জানান, ভোট গণনা দ্রুতগতিতে চলছে এবং প্রায় শেষের দিকে। দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যেই গণনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ফলাফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।
এর আগে সকাল ১১টার দিকে কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, দুপুরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি স্পষ্ট করে বলেন, উনি হয়তো ভোট গণনার কাজ শেষ হওয়ার সময়ের কথা বলেছেন।
এদিকে, কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে লিখিত কোনো পদত্যাগপত্র কমিশনে আসেনি।
ভোট গণনায় দীর্ঘসূত্রিতার কারণ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৬৫০ জন প্রার্থী থাকায় প্রতিটি বিষয় খতিয়ে দেখতে সময় বেশি লাগছে। পাশাপাশি শুক্রবার সিনেট ভবনের দরজায় ধাক্কা খেয়ে এক সহকর্মী হৃদ্রোগে মারা যাওয়ায় গণনা কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
ফল ঘোষণার স্থান সম্পর্কে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, এখনও চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। তবে সিনেট কক্ষেই ফল প্রকাশ করা হতে পারে।