জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের হল সংসদের ফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এসব হলের ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।
এই সময়ে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি চারটি হলের ভোট গণনা এখনও চলছে।
ফলাফল অনুযায়ী:
মীর মশাররফ হোসেন হল: ভিপি পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। জিএস পদে শাহরিয়া নাজিম রিয়াদ (প্রাপ্ত ভোট ১৯২) এবং এজিএস পদে আরাফাত (প্রাপ্ত ভোট ১৭৯) জয়ী হয়েছেন।
শহিদ সালাম-বরকত হল: ভিপি পদে মারুফ, জিএস পদে মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল): ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান এবং এজিএস নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমদ এবং এজিএস লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হল: ভিপি পদে জয়ী দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
জাকসুর হল সংসদে প্রতিটি হলে ১৫টি করে পদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মোট পদের সংখ্যা ৩১৫টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ৪৪৭ জন প্রার্থী। এর মধ্যে ১১টি ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন, এবং ১০টি ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।
ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। ফলে মাত্র ২৪টি পদে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।