অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ইসরায়েলি সেনারা নতুন করে ব্যাপক স্থল ও বিমান হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা সিটি দখলের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী তীব্র আক্রমণ চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে বিভিন্ন সামরিক কৌশল ব্যবহার করছে। স্থানীয় সূত্র বলছে, আবাসিক এলাকাগুলোর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)।
ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে, চলমান অভিযানের ফলে গাজার মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, অবিলম্বে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে পশ্চিম তীরের নাবলুস শহরেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাফর কিল্লাল এলাকায় আইডিএফ শব্দ বোমা ব্যবহার করেছে।
ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে তাদের দুইটি ডিভিশন অংশ নিচ্ছে, যেখানে ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। বর্তমানে সরে যাওয়ার নির্দেশ সত্ত্বেও শহরে এখনও প্রায় ৬ লাখ মানুষ আটকে আছেন।