ইরানের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো সামরিক আগ্রাসন, যা ইরানের ভূখণ্ড বা জাতীয় স্বার্থকে ক্ষুণ্ন করতে পারে, তার প্রতিক্রিয়া হবে দ্রুত, নিখুঁত ও ধ্বংসাত্মক।
তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) তাসনিম নিউজ এজেন্সিকে জানান, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে সম্প্রতি তেহরানের ওপর আঘাতের যে হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যেকোনো ভুল হিসাব-নিকাশের পরিণতি সম্পর্কে সচেতন থাকতে হবে।
মেজর জেনারেল আবদোল্লাহি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষা কেবল কাগজে-কলমে নয়, এটি বাস্তব ও সক্রিয়। যদি ইরানের নিরাপত্তা বা স্বার্থ বিঘ্নিত হয়, তবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, প্রভাবকেন্দ্র এবং স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর মধ্যে পড়বে। তিনি যোগ করেন, “হিট অ্যান্ড রান” ধরণের হামলার দিন শেষ হয়েছে। এখন যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের বিপরীতে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কল্পনা করতে পারবে না।
জেনারেল আবদোল্লাহি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি মূলত জনগণের সমর্থন, জাতীয় ঐক্য এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই শক্তি ইতিমধ্যে বহুবার মাঠ পর্যায়ে প্রমাণিত হয়েছে এবং শত্রুর কৌশলগত পরিকল্পনা ব্যর্থ করেছে।
তিনি স্পষ্ট করেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করে না, তবে আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য কঠোরতম প্রতিশোধ নেওয়ার বিষয়ে কোনো দ্বিধা রাখবে না।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আবদোল্লাহি জানান, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং মার্কিন প্রশাসন যেন ইরানের সামরিক সক্ষমতা অবমূল্যায়ন না করে, তা সতর্কবার্তার মাধ্যমে জানানো হয়েছে।

