ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজ সফরকালে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
এর আগে, প্রধানমন্ত্রী মোদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে আরিয়াল ঘাট থেকে মহাকুম্ভে নৌকা ভ্রমণ করতে দেখা গেছে।
গত ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমায় শুরু হয়েছিলো মহাকুম্ভ মেলা এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম মুখরিত হয়ে ওঠে স্থানটি। এই জমকালো অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারী মহাশিবরাত্রি পর্যন্ত চলবে।
তবে ২৯ জানুয়ারি মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছ। বহু মানুষ পদদলিত হয়ে নিহত হন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।