কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারত ও বাংলাদেশ ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এই ঘটনার প্রভাব পড়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও। বাংলাদেশ দল আদৌ ভারতে যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এসব টানাপোড়েনের মধ্যেও কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশের ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বরং টিকিট বিক্রি অব্যাহত থাকায় সেই আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। বিশ্বকাপের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি, আর প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল।
অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুক মাই শো জানিয়েছে, গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট এখনো নিয়মিতভাবে বিক্রি হচ্ছে। দর্শকদের এই আগ্রহকে কেন্দ্র করে আয়োজকরা আশাবাদী, অনিশ্চয়তা সত্ত্বেও ম্যাচগুলো ঘিরে গ্যালারিতে উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো।
সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি একই মাঠে ইতালির মুখোমুখি হবে দলটি। এরপর ১৪ ফেব্রুয়ারি ইডেনেই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, প্রতিপক্ষ নেপাল।
সাম্প্রতিক পরিস্থিতির সূত্রপাত হয় কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তের পর বাংলাদেশে একাধিক উপদেষ্টা ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সেখানে বিশ্বকাপ খেলা নিরাপদ হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নেয়। ভারতে না গিয়ে বিকল্প ভেন্যুতে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি পাঠায় বিসিবি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এখন আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
এর মধ্যেই গতকাল রাতে ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, অন্যথায় পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।
সব মিলিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। কলকাতায় বাংলাদেশের ম্যাচ ঘিরে টিকিট বিক্রির গতি সেই বাস্তবতাই তুলে ধরছে।
