এম এ আউয়াল আশিক:
মুন্সিগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাধারণ কৃষকদের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তিনি সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামের দক্ষিণ তাজপুর এলাকায় কৃষক হাশেম মিয়ার আলু ক্ষেত পরিদর্শন করেন।
এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কৃষক ও দিনমজুর শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে অংশ নেন এবং তাদের সার্বিক অবস্থা, উৎপাদন ব্যয়, ফসলের বাজারমূল্যসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও জানান, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে—যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন। এসব কার্ডের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় সহায়তা আরও সহজ করা হবে।
এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

