বয়কট দাবির মাঝেই এশিয়া কাপে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। পহেলগাম সন্ত্রাসী হামলার জেরে শুধু সমর্থকরাই না, ভারতের অনেক তারকা ব্যক্তিত্বও ম্যাচটি বয়কট করার পক্ষে। এ দাবি নিয়ে দেশটিতে রীতিমতো একটি ঝড় বইছে।
হরভজন সিং কোনোভাবেই চান না ভারত পাকিস্তানের মুখোমুখি হোক। তিনি বলেছিলেন, ‘আমাদের যা কিছু পরিচয়, সবই এই দেশের জন্য। সেটা আপনি খেলোয়াড়, অভিনেতা কিংবা যা-ই হোন; কেউ জাতির চেয়ে বড় নয়। সবার আগে দেশ এবং যে দায়িত্ব আসে, সেটা পালন করতে হবে। দেশের বিষয়ে ক্রিকেট ম্যাচ না খেলাটা খুবই সামান্য ব্যাপার।
কদিন আগে ম্যাচটি বাতিল করতে ভারতের সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করেছিলেন আইনের চার শিক্ষার্থী। কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দেন।
ডাসকাট বলেন, ‘আমাদের ব্যাপারটা হলো, আপনারা ক্রিকেট ও রাজনীতিকে আলাদা রাখেন। অনুভূতি বুঝি। কিন্তু আমরা বিসিসিআই ও সরকারের নির্দেশনা অনুসরণ করছি। গৌতির বার্তা হলো, যেসব বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই, সেগুলোতে ফোকাস না দেওয়া, ক্রিকেটে ফোকাস করা।
ডাসকাট যোগ করেন, ‘এটা খুবই স্পর্শকাতর ইস্যু। খেলোয়াড়রা মানুষের আবেগ ও অনুভূতি বুঝতে পারছে। আমরা ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনা করেছি। খেলোয়াড়রা এখানে এসেছে খেলতে। আমরা সরকারের নির্দেশ মানছি।