উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (IVAC) আজ বুধবার দুপুর ২টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইভ্যাক (IVAC) বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কার্যক্রম স্থগিত: বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর আইভ্যাক-জেএফপি (JFP)-তে আর কোনো কার্যক্রম চলবে না।
পরবর্তী নির্দেশনা: দুপুর ২টার পর যাদের আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন সময় নির্ধারণ করে জানানো হবে।
আজকের এই সিদ্ধান্তটি মূলত একটি রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনার দাবি এবং বিভিন্ন ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।
সময় ও স্থান: বুধবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
উদ্দেশ্য: ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা এবং প্রতিবাদ জানানো।
নিরাপত্তা ঝুঁকি এড়াতেই ভারতীয় ভিসা সেন্টার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম সাময়িকভাবে কমিয়ে আনার বা বন্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

