লালমনিরহাট প্রতিনিধি:
সীমান্ত এলাকায় সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপি’র বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে অনন্তপুর বিওপি-সংশ্লিষ্ট রামখানা ক্লিনিক মোড় এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিজিবির নিয়মিত টহলের সময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত শাড়িগুলোর মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

