ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ আজ ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে। আজ সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বাসসকে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের সুযোগ দেওয়ায় ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় তাকে জানানো হয়— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কোনো বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।







