বাংলাদেশ সরকারের অনুরোধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। বুধবার (২৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, “হ্যাঁ, আমরা বাংলাদেশের অনুরোধ পেয়েছি এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।”
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত বছরের জুলাইয়ে ঢাকার চকবাজারের চাংখারপুল এলাকায় ছয় নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা ঘটনায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে। এখন সেই অনুরোধ পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে।







