নবীন মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র হাঁস মার্কার
প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে হাঁস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে হাঁস মার্কার লিফলেট তুলে দেন এবং তার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। আমি সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করছি।”
এ সময় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। এবং হাঁস মার্কার পক্ষে ভোট চান ।

