নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বোরো(হাইব্রিড ও উফসী) ধানের ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ২১৫০ জনকে হাইব্রিড ধান, এবং ৫৫০ জন কৃষকের মাঝে উফসী ও রাসায়নিক সার দেওয়া হবে।

