নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদনে ৬শ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১ জন নারীও রয়েছে। বুধবার রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চানগাঁও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের উৎপাত বেড়েই চলেছে । গত শনিবার মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হতে নির্দেশ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং যারা মাদকের বিরুদ্ধে তদবির করবে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন তিনি। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।
মদন থানার এস আই মো.ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘর থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

