মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও দুইজন আসামী আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, রবিবার(২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযানে নামে ধর্মঘর বিওপির টহলদল। এসময় ভারতের দিক থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি আসলে তাদের ধাওয়া করে বিজিবি। পালানোর সময় ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়। এ চালানের মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।
এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।
অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগরের চন্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা মো. মারুফ আহমেদ (১৯) এবং
গাজীপুর জেলার বাসিন্দা মো. জীবন হক (২৪),জব্দকৃত আলু, পিকআপ এবং আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

