রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা পর্যায়ের ইমামদের সচেতনতা বৃদ্ধি ও ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। সাধারণ মানুষকে সচেতন ও উৎসাহিত করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গণভোটে অংশ নেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে সমর্থন জানানো একটি দায়িত্বশীল পদক্ষেপ।
বক্তারা ইমামদের প্রতি আহ্বান জানান, জুমার খুতবা ও সামাজিক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। সমাজের অভিভাবক হিসেবে ইমামরা সচেতনতা সৃষ্টি করলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে সাতশ ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শাহ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আসয়ারী দেশের শান্তি, স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

