এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুই ধাপে তারা দেশ ত্যাগ করছেন।
প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন। বাকি ক্রিকেটাররা সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে রওনা হবেন। আগামীকাল থেকে আবুধাবিতে শুরু হবে তাঁদের অনুশীলন ক্যাম্প।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উইকেটকিপার ব্যাটার জাকের আলী জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা এশিয়া কাপে যাচ্ছেন। তিনি বলেন, “কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই যাচ্ছি।”
সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে পারে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ জাকের। তাঁর মতে, দলের প্রস্তুতি ভালো হয়েছে—ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় পর্যন্ত।
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে বিশেষভাবে যুক্ত করা হয়েছিল পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। জাকের বিশ্বাস করেন, তাঁর শেখানো কৌশল বড় মঞ্চে কাজে দেবে।
বাংলাদেশ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। চার দলের মধ্যে সেরা দুই দল যাবে সুপার ফোরে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।