মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এ অভিযানে সহযোগিতায় ছিলেন, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই মো. রেজাউল হক ও ধল্লা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে. জানাযায়,”হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন জায়গায় ধল্লা গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী দোকান ঘর স্থাপন করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে প্রতিনিয়ত সড়কে প্রতিবদ্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দোকান মালিককে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ দেয়া হয়। এতে তিনি কোন কর্নপাত করেননি। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান ঘর ভেঙে দেয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, মহাসড়কের জায়গায় দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মান করে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ব্যবসা পরিচালনা করে আসছিল। তা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান, এভাবে যারা সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং নদী,খাল দখলের পায়তারা করেন তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের প্রতি আমার সর্বোচ্চ আইনগত ব্যবস্থা অব্যাহত রাখব।