মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদ গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রণয়ন হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে। এমনটি জানিয়েছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) গঠনতন্ত্র প্রণয়ন কমিটির এক বৈঠকে আগামী ১৫ অক্টোবরের মধ্যেই এটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন কমিটির সদস্য- অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র হাতে পেয়েছি। সেগুলো স্টাডি করে খসড়া তৈরি করব। এরপর ঢাকার ও চট্টগ্রামের মেম্বারদের নিয়ে বসে আলোচনা হবে। ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করব। তাদের মতামত সংযোজন-বিয়োজনের পর চূড়ান্ত খসড়া জমা দেওয়া হবে। ঘোষিত তারিখটাই চূড়ান্ত বলা যায়। তবে প্রয়োজনে দুদিন পরে যেতে পারে, আবার দুদিন আগেও হতে পারে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে কমিটি দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র সংগ্রহ করেছে। শনিবারের মধ্যে সংগৃহীত গঠনতন্ত্রগুলো কম্পোজ হয়ে যাবে। এরপর ২২-২৪ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল মিটিংয়ে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে আলোচনা শেষে ২৭ সেপ্টেম্বর ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ছুটি শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে চূড়ান্ত কম্পোজের কাজ শেষে ১৫ অক্টোবরের মধ্যেই খসড়া জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ইকসুর দাবিতে আলোচনা সভা হয়। সেখানে শিক্ষার্থীরা নিয়মিত ছাত্র প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরদিন (২৩ আগস্ট) শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠন করা হয়।