মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার কোয়ার্টার এলাকা থেকে ৬টি খৈয়া গোখরো সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার(১৩ জুলাই) বিকেল আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিফিকোলজি স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া সাপগুলি উদ্ধার করেন। এ সময় তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সদস্য ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।
উদ্ধারকারী টিম জানায়, বিষধর এই সাপগুলো প্রাকৃতিকভাবে আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সাপগুলো নিরাপদে উদ্ধার করে সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাপগুলো জীবিত উদ্ধার করাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,আমাদের ধারনা থানার আশেপাশে আরো সাপ থাকতে পারে।