বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শুক্রবার ৮১ বছরে পদার্পণ করেছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপি কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারও জন্মদিনে কেক কাটার আনুষ্ঠানিকতা থাকছে না। বরং দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় প্রধান দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১—মোট তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত জানুয়ারিতে কাতারের আমিরের সহায়তায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন তিনি। বর্তমানে লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন এই বর্ষীয়ান রাজনীতিক।
বিএনপি নেতারা জানান, স্বাস্থ্যগত সীমাবদ্ধতা সত্ত্বেও খালেদা জিয়া এখনও দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক হিসেবে দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাচ্ছেন।