বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে গুরুতর রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের প্রভাবশালী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত, যেখানে শেখ হাসিনা আশ্রয় নিচ্ছেন। নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়নি। আশা করি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে; না হলে দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হবে বাংলাদেশ।”
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “ভারত কখনো গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে ব্যবহার করেছে। এখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে। বাস্তবে অনেক হিন্দু নাগরিক নিজেই সংবাদ সম্মেলন করে এটি প্রত্যাখ্যান করেছেন।”
দুদু আরও বলেন, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করবে, তবে সবার জন্য একটি বিষয়ে ঐক্য থাকা জরুরি—প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তিনি উল্লেখ করেন, “গত তিন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের নামে তামাশা হয়েছে। তাই আসন্ন নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অবাধ হওয়া অপরিহার্য।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাইনুল ইসলাম তালুকদার (বাদল)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।