কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু কোনো পাতানো নির্বাচনে অংশ নেবেন না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অধ্যাপক ইউনূসের সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারা বাংলাদেশের বৃহত্তর জনগণকে প্রতিনিধিত্ব করে না। তবে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অংশ নেব। কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না।”
কাদের সিদ্দিকী আরও বলেন, “স্বাধীনতার জন্য যে মর্যাদা প্রয়োজন, সেটি এখনো সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। এ দেশের মানুষ প্রকৃতপক্ষে ভালো নির্বাচন চায়। ভালো নির্বাচন না হওয়ায় শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। যদি ভালো নির্বাচন হয়ে থাকত, এই ধরনের পরিস্থিতি দেখা দিত না।”
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

